কোন রাশির পরিমাণ প্রকাশ করতে এককের প্রয়ােজন হয় কেন ?


আমাদের দৈনন্দিন জীবনে মাপ - জোখের বিষয়টিকে বলা হয় পরিমাপ । সাধারণভাবে পরিমাপ বলতে বুঝায় কোন কিছুর পরিমাণ নির্ণয় করা । আর কোন কিছুর পরিমাণ নির্ণয় করতে হলে দুটি জিনিসের প্রয়ােজন হয় । একটি সংখ্যা আর একটি স্ট্যান্ডার্ড বা আদর্শ পরিমাণ , যার সাথে তুলনা করে পরিমাপ করা যায় । পরিমাপের এই আদর্শ পরিমাণকে বলা হয় একক বা পরিমাপের একক , যা ছাড়া পরিমাপ প্রকাশ করা অসম্ভব ।