দৈর্ঘ্য পরিমাপ করার জন্য শিক্ষার্থীরা যে সাধারণ ক্ষেল ব্যবহার করেছে তার নাম মিটার স্কেল । এর দৈর্ঘ্য 1 মিটার বা 100 সেমি , বা 1000 মিমি .। সুতরাং , এই ক্ষেলের সাহায্যে মিমি . পর্যন্ত কোনাে বস্তুর দৈর্ঘ্য নির্ণয় করা যাবে । কিন্তু মিলিমিটারের ভগ্নাংশ দৈর্ঘ্য যেমন- 0.2 মিমি . , 0.3 মিমি , ইত্যাদি ক্ষুদ্রতম দৈর্ঘ্য সঠিকভাবে পরিমাপ করা যায় না । কাজেই প্রদত্ত দণ্ডের দৈর্ঘ্য পরিমাপ সাধারণ স্কেলের সাহায্যে করা যায় না । এ জন্য দণ্ডের দৈর্ঘ্য নির্ণয়ে স্লাইড ক্যালিপার্স ব্যবহারের পরামর্শ দিলেন ।

