ওজন ও ডর কেন একই ধরনের রাশি নয় ?


 কোনাে বস্তুর মােট পরিমাণকে তার ভর বলা হয় । এটি স্থান , কাল নিরপেক্ষ । অপরদিকে কোনাে বস্তুকে পৃথিবী তার কেন্দ্রের দিকে যে বলে আকর্ষণ করে তাই হলাে বস্তুর ওজন । কোনাে বস্তুর ভর m হলে এবং অভিকর্ষজ ত্বরণ g হলে ঐ স্থানে বস্তুর ওজন W = mg । কোনাে বস্তুর ভর সকল জায়গায় সমান কিন্তু ওজন বিভিন্ন জায়গায় বিভিন্ন হয় কারণ অভিকর্ষজ ত্বরণের মান বিভিন্ন জায়গায় বিভিন্ন ।