্ট্রিফয়েল একটি আন্তর্জাতিক চিহ্ন , যা দ্বারা তেজস্ক্রিয়তা বুঝানাে হয় । কোন বস্তুর গায়ে এ চিহ্ন লাগানাে থাকলে বুঝতে হবে বন্ধটিতে তেজস্ক্রিয় পদার্থ রয়েছে । এ রশ্মি মানবদেহকে বিকলাঙ্গ করে নিতে পারে এবং শরীরে ক্যাসার সৃষ্টি করতে পারে । এ আন্তর্জাতিক চিহ্নটি ১৯৪৬ সালে আমেরিকাতে প্রথম বাবহৃত হয়েছিল ।