যে - কোনাে রাসায়নিক দ্রব্য ব্যবহারের আগে আমাদের জেনে নিতে হয় যে , রাসায়নিক দ্রব্যটি কোন প্রকৃতির । রাসায়নিক দ্রব্যাদির কিছু দাহ্য পদার্থ , কিছু বিস্ফোরক পদার্থ , কিছু বিষাক্ত পদার্থ , কিছু তেজস্ক্রিয় পদার্থ কোনটি কী ধরনের পদার্থ তা বুঝানাের জন্য বােতল বা কৌটার লেবেলে এক ধরনের সাংকেতিক চিহ্ন ব্যবহার করা হয় । এ সাংকেতিক চিহ্নগুলােকে সার্বজনীন সাংকেতিক চিহ্ন বলা হয় । জাতিসংঘের উদ্যোগে পরিবেশ ও উন্নয়ন নামে একটি সম্মেলনে বিভিন্ন পদার্থের ঝুঁকি ও ঝুঁকির মাত্রা বুঝানাের জন্য সার্বজনীন সাংকেতিক চিহ্ন নির্ধারণ করা হয় । যেমন- টিফয়েল নামক চিহ্ন দ্বারা তেজস্ক্রিয় পদার্থকে বুঝানাে হয় ।