কোনো এলাকায় বসবাসরত লোকজনের সংখ্যাই ঐ এলাকার জনসংখ্যা। 

আমাদের জীবনে জনসংখ্যা বৃদ্ধির চারটি প্রভাব হলো 

১ ।    আমাদের খাদ্যের অভাব দেখা দেবে,

২ ।    বসবাসের জায়গায় সমস্যা হবে,

৩ ।    লেখাপড়ার করার সমস্যা হবে।,

৪ ।    রোগ হওয়ার সম্ভাবনা বাড়বে।